ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন পরিচালক লে. কর্নেল খায়রুল

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। গতকাল বুধবার লে. কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হন তিনি।

এর আগে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েট। এছাড়া তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম উগান্ডা, ইউকে, ভারত এবং ইউএসএ হতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং অন্যান্য সরকারী কর্তব্যে বিভিন্ন দেশে গমন করেন। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেছিলেন তিনি। ওই বছরেরই ১৪ নভেম্বর তিনি র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন