ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য বাতায়নে আসছে নতুন তিনটি সেবা

জাতীয় স্বাস্থ্য সেবার কল সেন্টার ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এ যুক্ত হতে যাচ্ছে প্রজনন স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, এবং পরিবার পরিকল্পনা সেবা। নতুন এই সেবাদানে ডাক্তারদের দক্ষ করে তুলতে যৌন, প্রজনন ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে অধিক দক্ষ করে তুলতে তিন দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

সম্প্রতি হয়ে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান-আরা বানু, মা ও শিশু সেবা লাইন ডিরেক্টর ডা. মোহাম্মাদ শরীফ, এমআইএস এবং স্বাস্থ্য অধিদফতরের এম আই এস ও ই-হেলথ বিভাগের পরিচালক ড. হাবিবুর রাহমান, সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাক্তার সৈয়দ রুবাইয়াত এবং সিনেসিস হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ।

পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান-আরা বানু বলেন, প্রত্যন্ত অঞ্চলের অনেকেই পরিবার পরিকল্পনা বিষয়টি সম্পর্কে জানেন না। আমার বিশ্বাস স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে দেশের জনগণকে প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে অধিক সচেতন করা যাবে।

সিনেসিস হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে গত ২০১৫ সাল থেকে স্বাস্থ্য বাতায়ন দেশের জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। ২০১৭ সালের পর থেকে এই সেবার বেশ উন্নয়ন করা হয়েছে। এবার পরিবার পরিকল্পনা অধিদফতরের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে আনন্দিত।

আনন্দবাজার/এহসান

সংবাদটি শেয়ার করুন