ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চলছে পদ্মা সেতুতে ৩৬তম স্প্যান বসানোর প্রস্তুতি

পদ্মা সেতুর ৩৬তম স্প্যানটি বসানোর প্রস্তুতি চলছে। ‘ওয়াব-বি’ নামের স্প্যানটি বসানো হবে সেতুর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের উপর। এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৪০০ মিটার।

তবে আবহাওয়া অনুকূলে ও কারিগরি জটিলতা দেখা না দিলে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) অথবা আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) স্প্যানটি বসানো হবে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের সহায়তায় ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বহন করে নিয়ে যাবে নির্ধারিত পিলারের কাছে।

পিলারের কাছে অবস্থান করে সবকিছু ঠিকঠাক তাহলে আজই বসিয়ে দেওয়া হবে। যদি কোন কারণে আজ স্প্যান বসানোর জন্য পর্যাপ্ত সময় না পাওয়া যায় তাহলে আগামীকাল শুক্রবার পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। ঠিক এমন পরিকল্পনা প্রকৌশলীদের। ইতোমধ্যে এই সংক্রান্ত একটি চিঠিও ইস্যু হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন