ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে রাস্তা মেরামতের দাবিতে এলাকাবাসির বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের মাদ্রাসা মোড়ে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকালে ৪ শতাধিক স্থানীয় দোকানদার ও এলাকাবাসি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ঘন্টাব্যাপি রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরশহরের বড় মসজিদ থেকে গোগর চৌরাস্তা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা মেরামতের কাজটি সড়ক ও জনপথ বিভাগের টেন্ডারে মাহিউদ্দিন বাশির এন্টার প্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। এ ঠিকাদার বছর খানেক আগে ঐ রাস্তার পিচ তুলে কিছু পাথর ও বালি ফেলে কাজ বন্ধ রেখে চলে যায়। এতে করে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, জনদুর্ভোগ বেড়ে যায়। রাস্তাটিতে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা ঘটতে থাকে। এছাড়াও রাস্তার ব্যাপক ধুলা-বালি দু’পাশে ছড়িয়ে পড়ে ফসলের, দোকান ব্যবসায়ীদের ও বাড়ি ঘরের প্রচুর ক্ষতি হয়।

এর প্রেক্ষিতে এলাকাবাসী ও স্থানীয় দোকানদারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার ও ম্যানেজার নজরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রাস্তার সরকারি বরাদ্দকৃত টাকার কোন বিল আমরা এখনো পাইনি। তবুও কাজটি আমরা প্রতিষ্ঠানের টাকায় করার চেষ্টা করছি।

রাস্তা মেরামতে এত দেরি হচ্ছে কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজটির সময়সীমা তো ডিসেম্বর পর্যন্ত আছে, তবে আগামি একমাসের মধ্যে আমরা কাজটি শেষ করে ফেলবো। এদিকে, বিক্ষোভকারিদের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসলামউদ্দিন ও বাবুল হোসেন বলেন, বছরখানেক ধরে এ রাস্তাটির নাজেহাল অবস্থার জন্য এলাকাবাসি চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন