ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইট হাউস প্রাঙ্গণে বাইডেন সমর্থকদের আগাম উল্লাস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ইতোমধ্যে আসতে শুরু করেছে। এরই মাঝে হোয়াইট হাউস প্রাঙ্গণে উল্লাস করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সমর্থকেরা।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সেখানে নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। তাঁদের আশাবাদ, এবার জয়ের মালা বাইডেনই পরবেন। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রাঙ্গণে যে এলাকায় বাইডেন সমর্থকেরা সমবেত হয়েছেন, সেটিকে সম্প্রতি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ নামকরণ করেন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ নেওয়া ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ২৭ বছর বয়সী মালিক উইলিয়ামস।

তিনি বলেন, প্রেসিডেণ্ট ট্রাম্পের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়েছে বলে আমরা আশাবাদি। আর এজন্য আগাম উদযাপন করতেই এখানে জড়ো হয়েছি।

আনন্দবাজার/এহসান

সংবাদটি শেয়ার করুন