ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

শেষ পর্যন্ত কার দখলে যাচ্ছে মার্কিন হোয়াইট হাউজ? ট্রাম্প ও বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনি ফলের পূর্বাভাসে লক্ষ করা যাচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

গণমাধ্যমগুলোর পূর্বাভাসে জানা যায়, এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন ১৩টি অঙ্গরাজ্যে জিতেছেন আর ট্রাম্প জিতেছেন ১৬টি অঙ্গরাজ্যে। তবে ইলেক্টোরাল ভোটের হিসাবে ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন বাইডেন। ইলেক্টোরাল ভোটে বাইডেন পেয়েছেন ২৩৭ আর ট্রাম্প ২১০ ভোট।

অ্যালাবামা, টেনেসি, ইন্ডিয়ানা, আরকানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ওকলোহোমা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়েস্ট ভার্জিনিয়া ওয়েমিং প্রাথমিকভাবে দখলে নিয়েছেন ট্রাম্প। সবশেষ ওহাইও অঙ্গরাজ্য জিতে নিয়েছেন রিপাবলিকান এই প্রার্থী।

এদিকে জো বাইডেন কানেকটিকাট, ভারমন্ট, ডেলওয়ার, ইলিনয়, ম্যারিল্যান, ডিসট্রিক্ট অব কলম্বিয়া, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউইয়র্ক, রোডি আইল্যান্ড, ভার্জিনিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে জিতে নিয়েছেন।

আনন্দবাজার/এহসান

সংবাদটি শেয়ার করুন