ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইলেক্টোরাল ভোটে বাইডেন ১১৭, ট্রাম্প ৮০

জমে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ভোট শেষ হওয়ার পর থেকে মঙ্গলবার রাতভর (স্থানীয় সময়) ফলের অপেক্ষায় সময় গুনছেন দুই প্রার্থী।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে ট্রাম্পের রিপাবলিকান পার্টি এগিয়ে রয়েছে ১২টি অঙ্গরাজ্যে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ানা, কেনটাকি, ওকলাহোমা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া প্রভৃতি।

এদিকে বাইডেন এখন পর্যন্ত দখল করতে পেরেছেন ১০টি অঙ্গরাজ্য, যার মধ্যে রয়েছে তাঁর নিজের অঙ্গরাজ্য ডেলওয়ার। এছাড়া নিউইয়র্ক ও মার্কিন রাজধানী ওয়াশিংটন, কানেটিকাট।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, ইলেক্টোরাল ভোটের হিসাবে বাইডেন ১১৭ ও ট্রাম্প পাচ্ছেন ৮০ ভোট। কিন্তু সবকিছু নির্ভর করছে জাদুকরি সংখ্যা ২৭০ এর উপর। যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচনে জিতে যাবেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাস অনুযায়ী, কোন প্রার্থী কোন অঙ্গরাজ্য জিতছেন তা দেখে নিন:

ট্রাম্প: (৮০)
অ্যালাবামা (৯), আরকানসাস (৬), ইন্ডিয়ানা (১১), কেন্টাটি (৮), লুইজিয়ানা (৮), মিসিসিপি (৬), নর্থ ডাকোটা (৩), ওকলোহোমা (৭), সাউথ ডাকোটা (৩), টেনেসি (১), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়েমিং (৩)।

বাইডেন: (১১৭)
কানেকটিকাট (৭), ডেলওয়ার (৩), ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩), ইলিনয় (২০), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), নিউ জার্সি (১৪), নিউইয়র্ক (২৯), রোডি আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩)।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন