জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ‘ফাতেমা এলিন ফুজি’ গতকাল সোমবার (২ নভেম্ভর) রাতে আত্মহত্যা করেছে।
জানা যায়, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯তম আবর্তনের ‘বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ ডিপার্টমেন্ট এর ছাত্রী।তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়।
আত্মহত্যার পর তার মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। জানা যায় এর আগেও সে আরো একবার আত্মহত্যার চেষ্টা করেছিলো।তবে আত্মহত্যার সুস্পষ্ট কারণ এখনও জানা যায় নি।
এদিকে তার সহপাঠীদের কাছ থেকে খোজ নিয়ে জানা যায় সে খুবই হাসি-খুশি মনের ছিলো, তবে আত্মহত্যার কিছুদিন পূর্বে থেকেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নেতিবাচক (ব্যক্তিগত দুঃখ, কষ্ট) পোস্ট করতো,যা থেকে অনুমান করা যায় সে অত্যন্ত মানসিক চাপে ছিলো।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় অঙ্গনে। তার সকল সহপাঠীদের কামনা এমন আত্মহননের কাজ যেনো ভবিষ্যতে কেউ বেঁছে না নেয়।
আনন্দবাজার/শাহী/ওয়াজহাতুল