“বাল্যবিবাহ রুখতে হলে, আওয়াজ তোলো তালে তালে” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীকে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।
আরডিআরএস এর বিবিএফজি প্রজেষ্টের সার্বিক সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কাশিপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপজেলার কাশিপুর ইউনিয়নকে প্রাথমিক ভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এসময় ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও তৌহিদুর রহমান, নাগেশ্বরী সার্কেলের অতিরিক্ত (এএসপি) পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, ইউপি সদস্য আলেপ উদ্দিন, বিবিএফজি’র উপজেলা সমস্বয়কারী অফিসার ঝরনা বেগম প্রমূখ।
বক্তব্য শেষে বাল্যবিবাহ প্রতিরোধে উপস্থিত অভিভাবকদের শপথ বাক্য পাঠ করান ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল।
আনন্দবাজার/শাহী/জাহাঙ্গীর