ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে অর্ধকোটি টাকার মা ইলিশ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কলমা ইউনিয়নের ডহরি গ্রামের সেন্টু সর্দারের বাড়ি থেকে প্রায় সাড়ে ৭ মেট্রিক টন মা ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। যার  আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

সোমবার রাতে লৌহজং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কশিমশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান অভিযান চালিয়ে  ইলিশের এই চালান জব্দ  করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লৌহজং উপজেলা সহকারী কশিমশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টু সর্দারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকলে সেখানে ৫৯টি ককসিটের মুখ বন্ধ বাক্স পাওয়া যায়। বাক্সগুলোতে প্রায় সাড়ে সাত মেট্রিক টন মা ইলিশ পাওয়া যায়। যা বর্তমান বাজার মূল্য অর্ধকোটি টাকা। তবে অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে, সরকার ১৪ অক্টোবর থেকে নদীতে মা ইলিশ ধরা নিষেধ করেছে।তারপরে  কিছু অসাধু ব্যবসায়ীরা পদ্মা মেঘনায় মা ইলিশ শিকার করে চলছে।

এ অভিযানে  আরও অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছ শিকদার, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান তালুকদার প্রমুখ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন