ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানিয়েছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত। আজ সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ তথ্য জানান। 

নূরুল হুদা বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌরসভাসহ যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে সেসব প্রতিষ্ঠানে ডিসেম্বরের শেষ নাগাদ ভোট নেয়া হবে। আর এই ধাপে ২০-২৫টি পৌরসভায় ভোট নেয়া হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সব পৌর সভায় ভোট নেয়া হবে। তবে ইউনিয়ন বা উপজেলা পরিষদের সব নির্বাচন ইভিএমে করা সম্ভব না হলেও  কিছু সংখ্যক নির্বাচন হয়তো ইভিএমে হবে বলে জানান তিনি।

কয়েকটি ধাপে পৌর নির্বাচন করতে হবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, হয়তো পাঁচটি ধাপে হতে পারে। তবে কয় ধাপে হবে তা এখনও ঠিক হয়নি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন