ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ সাত মাস পর কাবায় বিদেশি মুসলিমরা

মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল সৌদি আরব। এবার দীর্ঘ সাত মাস পর প্রথমবারের মতো কাবায় প্রবেশ করল বিদেশি মুসলিমরা।

গত রবিবার দশ হাজারের মতো বিদেশি মুসলিম ওমরাহ পালন করেছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে হজ এবং ওমরা সবই বন্ধ ছিল দীর্ঘ সাত মাস।

সৌদিতে পৌঁছানোর পর ওমরা পালনকারীদের সেল্ফ আইসোলেশনে থাকতে হয়েছে তিনদিন। তারপরই কাবায় প্রবেশের অনুমতি মিলেছে তাদের।

এখন পর্যন্ত সৌদি আরবে প্রায় সাড়ে তিন লক্ষ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাড়ে পাঁচ হাজার জনের। এছাড়া শনাক্ত হওয়া ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন