ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় ত্রাণ পাঠালো পাকিস্তান

করোনাভাইরাস পরিস্থিতিতে সিরিয়ায় পাকিস্তান সরকার মানবিক ত্রাণ সহযোগিতার প্রথম চালান পাঠিয়েছে। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বিবৃতিতে পাকিস্তান জানায়, পাকিস্তানের একটি বিমান চিকিৎসা সরঞ্জাম, আড়াই লাখ মাস্ক, কয়েক হাজার প্রোটেক্টিভ গিয়ার এবং অন্যান্য স্বাস্থ্যসেবার পণ্য নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে এসব সামগ্রী ভ্রাতৃপ্রতীম সিরিয়াকে সরবরাহ করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তান থেকে এসব পণ্য নিয়ে বিমানটি সিরিয়ার উদ্দেশ্যে রওনার সময় পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইসলামাবাদে সিরিয় দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর উপস্থিত ছিলেন।

সিরিয়ার সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে চলেছে পাকিস্তান সরকার। গত দুই মাসে এর অংশ হিসেবে দুই দেশ সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে নতুন উদ্যোগ নিয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন