ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাউফলে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন মোল্লার উপর হামলার ঘটনায় আসামি গ্রেফতার ও শাস্তির দাবিতে আজ রবিবার বেলা ১২ টার দিকে ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ এসোসিয়েশনের সভাপতি ধীরেন্দ্র ঘরামী, সহসম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলাকারী চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় কনকদিয়া বাজারে কনকদিয়া ইউপির চেয়ারম্যান শাহিন হাওলাদার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন মোল্লাকে মারধর করেন। এঘটনায় ওই দিন রাতে চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়।

আনন্দবাজার/শাহী/বাউফল

সংবাদটি শেয়ার করুন