ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফের লকডাউনে ইংল্যান্ড

দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

আগামী বৃহস্পতিবার থেকে চার সপ্তাহের জন্য যুক্তরাজ্যে বার, জিম ও নিত্যপ্রয়োজনীয় নয় এমন দোকানপাট বন্ধ রাখতে হবে। তবে রেস্তোরাঁ খোলা থাকবে।

তবে গতবারের মতো এবার আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে না। বাইরে যেতে পারবে শিক্ষার্থী ও কর্মজীবীরা।

বরিস জনসন বলেন, এপ্রিলে দেশে যে অবস্থা হয়েছিল তার চেয়েও ভয়াবহ আকার নিয়ে করোনায় দৈনিক কয়েক হাজার করে মানুষের মৃত্যুর যে পূর্বাভাস মিলছে, কোনো দায়িত্বশীল প্রধানমন্ত্রীর পক্ষে তা অবজ্ঞা করা সম্ভব নয়। জাতীয় স্বাস্থ্য সেবা খাত যেন চিকিৎসায় এবং নৈতিক বিপর্যয়ে না পড়ে সেজন্যই দ্বিতীয় দফার এই লকডাউন।

চাকরিজীবীদের বেতনের ৮০ শতাংশ বরাদ্দ নভেম্বর পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে যে প্রভাব পড়বে তার জন্য আমি সত্যি, সত্যিই দুঃখিত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এবারের ক্রিসমাস ভিন্ন ধরনের হতে যাচ্ছে, সম্ভবত খুবই আলাদা। কিন্তু আমি আশা ও বিশ্বাস করছি যে, এখন কঠিন পদক্ষেপ নিলে পরবর্তীতে পরিবারের সবাইকে একসঙ্গে হওয়ার অনুমতি দিতে পারব।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন