প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সকল মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। তবে সূচকের উত্থান হলেও দুই বাজারেই কমেছে লেনদেন।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে রয়েছে। এছাড়া ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০০ পয়েন্ট এবং ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে ডিএসই শরিয়াহ্ সূচক।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির দাম। এদিন মোট লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকা।
এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ১৫৭ পয়েন্ট বেড়েছে। বাজারে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, ৬১টির দাম কমেছে এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস