অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ বন সুন্দরবন। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সুন্দরবন খুলে দেয়া হলো।
বন উন্মুক্ত করার প্রথম দিনে রবিবার বেলা ১২টা পর্যন্ত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পরিদর্শনের জন্য গিয়েছেন ৩৬ পর্যটক। শ্যামনগর উপজেলার কলাগাছি এলাকা দিয়ে এসব পর্যটক সুন্দরবনে প্রবেশ করেন। এদিন পরিবার নিয়ে সুন্দরবন গিয়েছেন জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা।
শ্যামনগর খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুর রহমান বুলবুল বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সুন্দরবনে প্রবেশ। ইচ্ছা থাকলেও সুন্দরবন দেখা সম্ভব হয়নি। তবে জেলা কর্মকর্তার পরিবারের সঙ্গে আজ পরিদর্শনে এসেছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে প্রকৃতি নতুন সাজে সেজেছে। পর্যটকদেরও ভিড় বাড়ছে।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের বন কর্মকর্তা আবুল হাসান বলেন, করোনাভাইরাসের কারণে সংসদীয় কমিটির নির্দেশনায় গত ২৫ মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আবার সংসদীয় কমিটির নির্দেশনায় পুনরায় আজ পহেলা নভেম্বর সকাল থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রবিবার বেলা ১২টা পর্যন্ত বনবিভাগ থেকে পাস নিয়ে তিনটি ট্রলারে ৩৬ জন পর্যটক কলাগাছি এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস