দেশের যুবসমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে বিনিয়োগকে উন্মুক্ত করে দিয়েছে। বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। ফ্রিল্যান্সারদের সনদ প্রদান ও স্বীকৃতির ব্যাপারটিও বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের যুবসমাজ চাকরির পেছনে ছুটে বেড়াবে না। তারা চাকরি দেবে। সেই ধরনের ব্যবস্থা যেন তারা করতে পারে সেটাই আমরা চাই। সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই।
মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত না হতেও যুবকদের সতর্ক করেন প্রধানমনত্রী। এ বছর যুব উন্নয়নে ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ জনকে পুরস্কার দেয়া হয়।
আনন্দবাজার/এফআইবি