ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয়তা বেড়েছে অনলাইনে মাছ বিক্রির

ক্লিক করলেই বাড়িতে পৌঁছে যাচ্ছে নদী-খালবিলের মাছ। ঘরে বসেই ক্রেতা মাছ দেখে, দাম পছন্দ হলে অর্ডার করছেন। মহামারি করোনার কারণে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনের মাছ বাজার। চাহিদা মোতাবেক সময়মতো পণ্য পৌঁছে দেয়াই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন উদ্যোক্তারা।

মাছ বাজার মানেই ভিড় আর ঠেলাঠেলি। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, পানি-কাঁদায় প্যাচপ্যাচে পথ মাড়িয়ে হাঁটাই মুশকিল। তবে সৌখিন ক্রেতারা চান সেরা মাছ।

বাজারের হট্টগোল অস্বাস্থ্যকর পরিবেশ যাদের ভালো লাগে না, তাদের ভরসার জায়গা অনলাইনের মাছ বাজার। দেশের বিভিন্ন জেলা থেকে মাছ এনে অর্ডার অনুসারে কেটেকুটে প্যাকেট করে পৌঁছে দেয়া হয় ক্রেতার হাতে।

আস্থা ও বিশ্বাসই অনলাইনে কেনাকাটার ভিত্তি উল্লেখ করে ক্রেতারা জানান, পেশাদারিত্ব থাকলে সহজেই বাড়বে এই ব্যবসার পরিধি। কারণ হিসেবে তারা বলেন, অনলাইন থেকে মাছ কিনলে একদিকে যেমন গুনগতমানের বিষয়ে নিশ্চিত হওয়া যায় তেমনি করোনাকালে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থেকেও মুক্তি পাওয়া যায়।

করোনাকালে জনপ্রিয় হওয়া অনলাইনে ব্যবসার পাশাপাশি বাড়ছে প্রতিযোগিতাও। অনলাইনে এই ব্যবসা তাদের বেশি হচ্ছে যারা ক্রেতাকে প্রতিশ্রুতি অনুযায়ী মাছ সরবরাহ করছেন। অর্থাৎ, ক্রেতার আস্থা অর্জন করতে পারছেন।

উদ্যোক্তাদের মতে, এখানে আরেকটি বড় চ্যালেঞ্জ হল দ্রুত পচনশীল এই পণ্যটিকে তাজা অবস্থায় বা মান নষ্ট হওয়ার আগে ক্রেতার হাতে পৌঁছে দেয়া।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন