ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সার্চ ইঞ্জিন নিয়ে আসছে অ্যাপল

টেক জায়ান্ট গুগলের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিতে এবার নিজস্ব সার্চ ইঞ্জিন নিয়ে আসছে অ্যাপল। আইওএস-১৪ সংস্করণের মাধ্যমে অ্যাপল তাদের নিজস্ব এই সার্চ ইঞ্জিন চালু করতে যাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানায়, অনেক আগে থেকেই নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরির কাজ করে আসছিল অ্যাপল। এ জন্য অ্যাপল দুই বছর আগে গুগলের সার্চের প্রধান জন গিয়ানানড্রেয়াকে নিয়োগ দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইন বিভাগ গুগলের বিরূদ্ধে বিশ্বাসহীনতার অভিযোগ আনার পর নিজস্ব সার্চ ইঞ্জিনের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে অ্যাপল।

গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারের জন্য প্রতিবছর ৮ থেকে ১২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হচ্ছে অ্যাপলের। যদিও নিজস্ব এই সার্চ ইঞ্জিন নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি অ্যাপল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন