ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটারদের ফিটনেসে জোর দিয়েছে নির্বাচকরা

আগামী নভেম্বর-ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’। আর এ টুর্নামেন্টে তালিকায় থাকা ক্রিকেটারদের বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় দলের নির্বাচকেরা।

পাঁচ দল নিয়ে এই টি-২০ টুর্নামেন্টে জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ছাড়াও অন্য সব ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা দিতে হবে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘লকডাউনের সময় জাতীয় দল, এইচপি এবং অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য ব্যক্তিগতভাবে যেভাবে অনুশীলন করেছে, এটা অনেক বেশি উৎসাহমূলক ছিল।

এছাড়াও  ক্যাম্পে দলগত অনুশীলন এবং ম্যাচ শুরু হওয়ার পর তারা যেভাবে খাপ খাইয়ে নিয়েছে, এটাও যথেষ্ট ভালো ছিল বলে জানান জাতীয় দলের প্রধান নির্বাচক।

তিনি বলেন, আশা করছি আমাদের সেটআপের বাইরে অন্যান্য ক্রিকেটার যারা রয়েছে, তারাও ফিটনেসের ক্ষেত্রে একই রকমভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা নিজেদের প্রস্তুত করবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন