ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দ. সুনামগঞ্জ থানা পুলিশের আয়োজনে পুলিশিং ‘ডে’

‘মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার, মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ‘ডে’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার হলরুমে এই কমিউনিটি পুলিশিংং ‘ডে’ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদীর হোসেনের সভাপতিত্বে ও এস আই আলাউদ্দীনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির সভাপতি প্রভাষক নুর হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দি, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, যুবলীগের সহ-সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, ইউপি সদস্য আশরাফ আলী, রনজিত সূত্রধর, উপজেলা যুবলীগ নেতা মোঃ বাবুল হোসেন,ভদরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আবু খালেদ চৌধুরী রুবেল।

বীরমুক্তিযোদ্ধা রাধা কান্ত, মসদ আলী, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য মোঃ জামিউল ইসলাম তুরান ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/নাহিদ

সংবাদটি শেয়ার করুন