ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অশান্তি হতে পারে : জাকারবার্গ

মার্কিন ভোটারদের মধ্যে ভোটের আগে মেরুকরণ হয়ে গেছে। এছাড়া করোনা পরিস্থিতিতে এবার ভোটের ফল বের হতে দীর্ঘ সময় লাগবে। এমনকি চূড়ান্ত ফল প্রকাশ হতে কয়েক সপ্তাহও লাগতে পারে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রে অশান্তির সম্ভাবনা থাকতে পারে বলে মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

জাকারবার্গের মতে, এই নির্বাচনে বড় পরীক্ষার মুখে পড়বে সোশ্যাল মিডিয়াও। তিনি মনে করেন, যে কোনও মূল্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়িয়ে পড়া বন্ধ করতে হবে।

তিনি জানান, ভোট নিয়ে যথেষ্ট উদ্বেগে আছি। যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে মেরুকরণ হয়ে গেছে। চূড়ান্ত ফল বের হতে কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহও লাগতে পারে। এই অবস্থায় সামাজিক অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে।

তার মতে, এই পরিস্থিতিতে তাদের আগের থেকেও বেশি সতর্ক হতে হবে।

গত সপ্তাহে কয়েকটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে বিতর্ক দেখা দেয় ফেসবুকে। এ ব্যাপারে ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার রব লেথার্ন জানান, ‌একটি মহল থেকে অভিযোগ উঠেছে, কয়েকটি বিজ্ঞাপন নাকি দেখানো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা তদন্ত করে দেখছি এই অভিযোগ ঠিক কিনা।

ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের সদর দফতর জানায়, ২০২০ সালের নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়াকড়ি করা হয়েছে। কেউ যেন এমন কোনও বিজ্ঞাপন না দেয়, যাতে সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকেই ছোট করা হয় সেদিকে লক্ষ্য রাখছে সংস্থাটি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন