শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভাইরাসটি আমাকে চ্যালেঞ্জ করেছিল, জয়ী হয়েছি’

মহামারী নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। বর্তমানে পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। এমন অবস্থায় সবাইকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম মেনে চলার আহবান জানিয়েছেন এসি মিলানের সুইডিশ ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ।

গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই ইব্রাহিমোভিচ বলেন, সবারই করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম মেনে চলা উচিত।

ইনস্টাগ্রামে তিনি লিখেন, ভাইরাসটি আমাকে চ্যালেঞ্জ করেছিল এবং আমি জয়ী হয়েছি। তবে তুমি জ্লাতান নও, ভাইরাসকে চ্যালেঞ্জ করো না। মাথা খাটাও, নিয়মকে সম্মান করো, আমরা জিতব!

এর আগে গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইব্রাহিমোভিচ। করোনা থেকে সেরে ওঠার পর আবারও মাঠে ফেরেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  ইব্রাহিমোভিচের জোড়া গোলে জয় পেলো মিলান

সংবাদটি শেয়ার করুন