বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামী রবিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে। বৃহস্পতিবার সহকারী প্রধান বন সংরক্ষক আরিফুল হক বেলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানিয়েছে ঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।
মহামারি করোনা ভাইরাসের কারণে এ বছরের ২০ মার্চ থেকে বন্ধ আছে পার্কটি ।
তবিবুর রহমান জানান, পুরো ৭ মাস ১১ দিন বন্ধ থাকার পরে পার্ক খোলা হচ্ছে রবিবার থেকে খোলা হবে পার্কটি। স্বাস্থ্য বিধি মেনে পার্ক পরিচালনা করতে বলা হয়েছে। ১ নভেম্বর থেকে পার্ক খুলে দেয়ার জন্য দর্শনার্থীদের সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি গ্ৰহণ করা হচ্ছে।
তিনি বলেন, পার্ক বন্ধ থাকা অবস্থায় স্বাভাবিক সময়ের চাইতে বিভিন্ন প্রাণী থেকে আমরা অনেক বাচ্চা পেয়েছি । এসব বাচ্চা দর্শনার্থীদের জন্য অতিরিক্ত বিনোদন যোগাবে। তাছাড়া করোনাকালে পার্কে প্রচুর চেনা-অচেনা পাখির আগমন ঘটেছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি ৩ হাজার ১১০ একর জায়গা জুড়ে অবস্থিত। এটি ২০১৩ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে। পার্কের প্রবেশ মূল্য ২০ টাকা থেকে ৫০ টাকা। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পার্ক খোলা থাকে।
আনন্দবাজার/এফআইবি