ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে সিসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বুধবার (২৮ অক্টোবর) একটি সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল সাব্বির আহমেদ এর নেতৃত্বে গাজীপুর জেলা পরিবেশ অধিদফতরের সহযোগীতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, ঝংশিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামক একটি অবৈধ সিসা তৈরির কারখানায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উক্ত ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে আশেপাশের পরিবেশ দূষণ করায় উক্ত প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আনসার ব্যাটালিয়ন গাজীপুর ও গাজীপুর র‍্যাব-১ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন