রায়গঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ প্রতিক্ষার ৭ বছর পর উৎসব মুখোর পরিবেশে উপজেলা আ:লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিল নির্বাচনকে ঘিরে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
আগত অতিথিদের বরণ করে নিতে ধানগড়া থেকে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২১ টি তরুণ নির্মান করা হয়েছে। পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রার্থীদের রং বেরঙ্গের নানা ধরনের পোষ্টার ও ব্যনার সোভা পাচ্ছে। গোপন ব্যালেট ভোটের মাদ্যেমে কাউন্সিলরগন তাদের পছন্দের প্রার্থীদেরকে বেছে নেবেন। দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে আ:লীগের কাংখিত প্রত্যাশিত এই কাউন্সিল নির্বাচন।
উক্ত কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান রায়গঞ্জ উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদী জিন্নাহ আল মাজি ও রায়গঞ্জ তাড়াশের প্রয়াত এমপি গাজী ইসহাক হোসেনের কনিষ্ঠ পুত্র বর্তমান রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়্যারমান এ্যাডভকেট ইমরুল হোসেন ইমন তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম শরিফ ও একই পদে প্রতিদ্বিতা করছেন রায়গঞ্জ উপজেলা আ:লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়।
আ:লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলটি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করবেন সিরাজগঞ্জ জেলা আ:লীগের সভাপতি ও সাবেক মৎস্য প্রানী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আ:লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মো: আব্দুর রহমান, বাংলাদেশ আ:লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাননীয় তথ্য মন্ত্রী ডা. হাসান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আ:লীগে র কার্যনির্বাহী সদস্য ডা. রোকেয়া সুলতানা, প্রফেসর মেরিনা জাহান কবিতা, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, ডা. মো: আব্দুল আজিজ এমপি, তানভীর ইমাম এমপি, মো: হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুল মমিন মন্ডল এমপি, প্রকৌশলী তানভীর সাকিল জয়, বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীর মুক্তি যোদ্ধা কে এম হোসেন আলী হাসান, বীর মুক্তি যোদ্ধা এ্যাডভকেট বিমল কুমার দাস, আলহাজ্ব মো: আব্দুস সালাদ তালুকদার, আলহাজ্ব আব্দুল হান্নান খান, উক্ত কাউন্সিলে সভাপতিত্ব করবেন আব্দুল হাদী আল মাজী জিন্নাহ, সঞ্চালনায় থাকবেন মো: শরিফুল আলম শরিফ।
আনন্দবাজার/শাহী/আবির