মহামরি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে ইতালি সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণ বিক্ষোভ করেছে। সোমবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর মিলান ও তুরিনে সহিংস সংঘর্ষ হয়েছে বলে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিক্ষোভের সময় পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে বিক্ষোভকারীরা।
রেস্টুরেন্ট, বার, জিম ও সিনেমা বন্ধ করে দিয়ে জাতীয় সরকারের নির্দেশের পর পরই এই বিক্ষোভ শুরু হয় ইতালিতে। মিলান শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এরই মধ্যে লোম্বার্দি মিলান, তুরিন ও পিদমন্তসহ কিছু অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
এদিকে ইতালির চরমপন্থী বিক্ষোভকারীদের এই সহিংসতার জন্য দায়ী করেছে পুলিশ। এমনকি শুধু মিলানেই ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আনন্দবাজার/এম.কে