ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণে ৭ জন দগ্ধ

রাজধানী ঢাকার মোহাম্মপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় একটি ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দূঘটনায় দোকানটির মালিকসহ সাত জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, দগ্ধ সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের শরীরের ৭৫ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ভাঙারির দোকানের মালিক আব্দুল আলীম বলেন, আজ দুপুর ২টার দিকে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কম্প্রেসার মেশিনে প্রেস করার সময় বিস্ফোরণ ঘটে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন