শ্রীলঙ্কাকে নিয়ে বুলিং করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ তুলেছে চীন। শ্রীলঙ্কার উদ্দেশে যুক্তরাষ্ট্র বলেছে, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির পক্ষে চীনের সঙ্গে সম্পর্ক কঠিন, তবে প্রয়োজনীয়। এ বিষয়ে পছন্দের বিষয়টি নির্ধারণ করতে হবে তাদেরই।
আজ মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আসার আগে এমন মন্তব্য করেছে কলম্বোয় অবস্থিত চীনা দূতাবাস। বর্তমানে এশিয়া সফরে রয়েছেন মাইক পম্পেও।
গতকাল সোমবার চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের সুযোগে যুক্তরাষ্ট্র চীন ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্কে নাক গলাচ্ছে। তারা শ্রীলঙ্কাকে হয়রানি করছে।
চীনা দূতাবাস জানায়, দুই হাজার বছর আগে থেকে চীন ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক বিদ্যমান। সম্পর্কের শর্ত ঠিক করে দেওয়ার জন্য কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।
পম্পেওর সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। দেশটির দূতাবাস জানায়, পম্পেওর সফর কি স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সহায়ক হবে? এতে শ্রীলঙ্কার জনগণের কি কোনো উপকার হবে?
আনন্দবাজার/টি এস পি