ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় রাশিয়ান বিমান হামলা, নিহত অর্ধশত

সিরিয়ার উত্তরাঞ্চলে বিমান হামলা করেছে রাশিয়া। এতে তুরস্ক সমর্থিত ৫০ জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসির প্রতিবেদন।

জানা গেছে, রাশিয়ার ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। ওই হামলায় ওই অঞ্চলে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হামলাটি চালানো হয়েছে ফায়লাক আল-শাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ঘাঁটিকে লক্ষ্য করে। ওই হামলার মাধ্যমে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা ও পর্যবেক্ষণে ইদলিবে যে যুদ্ধবিরতি চলছিল তা লঙ্ঘন করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ওই হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে।

সংস্থাটি জানায়, ওই হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, গত মার্চ মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইদলিবের উত্তর-পশ্চিমের হারেম অঞ্চলে এই হামলাটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন