ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার সাথে স্বাভাবিক হয়েছে সারাদেশের রেল চলাচল

 খুলনার সাথে স্বাভাবিক হয়েছে সারা দেশের রেল চলাচল। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত ২টার দিকে ঝিনাইদহের সাব্দারপুরে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে তিনটি বগি লাইনচ্যুত হলে খুলনার সাথে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায়।

এই ব্যাপারে স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাত থেকেই রেল উদ্ধারে ঈশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে কাজ শুরু করে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন