ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ ও কার্যকর হলে এ বছরেই টিকা : ফাউসি

নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণ হলে এ বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকটিয়াস ডিজিসের প্রধান অ্যান্থনি ফাউসি।

বিবিসির এক প্রতিবেদনে ফাউসিকে উদ্ধৃত করে বলা হয়েছে, টিকার হদিস মিললেও সকলের নাগালে তা পৌঁছাতে পৌঁছাতে ২০২১ সাল প্রায় পেরিয়ে যেতে পারে।

অ্যান্থনি ফাউসি বলেন, প্রতিষেধকের মাধ্যমে আদৌ করোনা সংক্রমণ পুরোপুরি রোধ করা সম্ভব কি না, এ বছরের ডিসেম্বরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরও বলেন, যে প্রতিষেধকগুলো নিয়ে পরীক্ষা চলছে, সেগুলো কতটা নিরাপদ এবং কার্যকর তা নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতেই জানা যাবে।

ফাউসির মতে, টিকা বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে ২০২১ সালের দ্বিতীয় ভাগ পেরিয়ে যেতে পারে। এজন্য সেই সময়ের আগ পর্যন্ত সংক্রমণ থেকে বাঁচতে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিধি মেনে চলাই একমাত্র উপায়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন