ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন প্রখ্যাত গীতিকবি মুহম্মদ ফখরুদ্দিন

চলে গেলেন প্রখ্যাত গীতিকবি আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন। শনিবার (২৪ অক্টোবর) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

সবসময় আড়ালে থাকতে পছন্দ করতেন নিভৃতচারী গীতিকবি আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন। নিজেকে প্রচারে আনার ক্ষেত্রে ভীষণ অনাগ্রহ ছিল নন্দিত এই গীতিকবির।

আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিনের লেখা বিখ্যাত ‘ও আমার বাংলা মা তোর’ গানটি সুর করেন আলাউদ্দিন আলী। তার সুরে গানটি কণ্ঠে তুলেছিলেন গুণী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এরপর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল গানটি।

আবুল ওমরাহ মুহম্মদ ফখরুদ্দিন ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময়ই তিনি বিখ্যাত এই গানটি লেখেন। এতে তিনি বাংলার ষড়ঋতুর রূপবৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন অসাধারণ শৈল্পিক দক্ষতায়।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন