ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যম নিয়ে কটুক্তি, সুনামগঞ্জে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ

গণমাধ্যমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নারীসমাজকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের একটি সামাজিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার বিকেল চারটায় সুনামগঞ্জ পৌরসভার সামনে অনুষ্টিত মানববন্ধনে ছাত্র, শিক্ষক, প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ তরুণ প্রজন্ম এতে অংশ নেন।

প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল গণমাধ্যম একাত্তরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমকে বয়কটের দাবি জানিয়েছে দেশবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। একাত্তরের পরাজিত শত্রুদেরই দোসর তারা। তারা আমাদের ইসলামের নামে অপব্যখ্যা করে সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করার পাশাপাশি একাত্তরের মূল চেতনার পরিপন্থি কাজ করছে।

বক্তারা বলেন, গণমাধ্যম দেশের উন্নয়নে, জনমত গঠনে কাজ করে। সাধারণ মানুষ কথা বলতে পারে গণমাধ্যমে। সাধারণ মানুষের মাধ্যমকে যারা বয়কটের ঘোষণা দেয় তারা জনগণের শত্রু। জনগণের এই শত্রুদের রাজপথে তরুণ প্রজন্ম নিয়ে প্রতিহত করা হবে বলে জানান বক্তারা।

মুক্তিযুদ্ধ মঞ্চের সুনামগঞ্জ জেলা সভাপতি রুহুল আলম নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুুক্তযুদ্ধ মঞ্চের স্থানীয় নেতা শোয়াইব আহমদ, পাভেল হক, মারুফ আজহা রাফি, মিল্টন দাস, নাঈম মেহেদী ফাহাদ প্রমুখ।

আনন্দবাজার/শাহী/সাইফ

সংবাদটি শেয়ার করুন