ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিবে না আরএন স্পিনিং

শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রবিবার সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগের বছরও শেয়ারহোল্ডারদের কোনও লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। তবে গত বছরের  তুলনায় এ বছর কোম্পানির লোনসান কমিয়ে এনেছে।

২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি ১৫ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল। এরপর লোকসান কমিয়ে সর্বশেষ (২০১৯-২০২০) অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) ৮৮ পয়সায় দাড়িয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন