বর্তমান এই মহামারি করোনাকালে, মাস্ক না পরলে, সরকারি-বেসরকারি কোনো অফিসেই সেবা মিলবে না। আজ রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, শিগগিরই অফিস-আদালতে এ বিষয়ে নোটিশ দেয়া হবে। তিনি আরও জানান, গণপরিবহনে সতর্কতার বিষয়ে রেল, নৌ ও সড়ক বিভাগের সংশ্লিষ্টদের সাথে শিগগিরই বৈঠক করে প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৮ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রাণঘাতী করোনা মোকাবিলায় নেয়া পদক্ষেপ এবং অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা থাকবে এতে।
আনন্দবাজার/শাহী