আজ বসছে পদ্মা সেতুতে বসছে ৩৪ তম স্প্যান। ইতোমধ্যে ৩৪ তম স্প্যান (২-এ) বসানোর সকল কার্যক্রম শুরু হয়েছে। পদ্মা সেতুর ৭ ও ৮ নাম্বার পিলারের (পিয়ারের) উপর বসবে স্প্যানটি। এটি বসানো হলে সেতুর দৃশ্যমান হবে ৫ হাজার ১০০ মিটারে।
জানা গেছে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়া কারণে গতকাল স্প্যান বসানো সম্ভব হয়নি। তাই আজকে স্প্যানটি বসানো হবে। এর আগে গত ২০ অক্টোবর বসানো হয় সেতুর ৩৩তম স্প্যান।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের বলেন, সকাল থেকে ৩৪তম স্প্যান বসানোর সব কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে আবহাওয়াও অনেকটা ভালো রয়েছে।
অন্যদিকে ৪১টি স্প্যানের ওপর বসানো হবে ২ হাজার ৯১৭টি রোড স্লাব। তবে এ পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার রোড স্লাব। এছাড়া রেললাইনের জন্য লাগবে আরও ২ হাজার ৯৫৯টি রেল স্ল্যাব। এ পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৬০০ রেলওয়ে স্ল্যাব।
আনন্দবাজার/এইচ এস কে