বিরোধপূর্ণ নাগর্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে সংঘটিত যুদ্ধে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টেলিভিশনে প্রচার করা এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।
পুতিন বলেন, আমাদের সংগ্রহ করা উপাত্ত অনুসারে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে উভয় পক্ষের মৃতের সংখ্যা প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। রুশ সরাকার প্রতিদিনই আজারবাইজান এবং আর্মেনিয়া সঙ্গেই যোগাযোগ রাখছেন। দিনে একাধিকবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধে মস্কো কোনও পক্ষেই নেই। আমাদের একমাত্র লক্ষ্য দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা।
আনন্দবাজার/এম.কে