চীন কখনোই তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থকে ক্ষুণ্ন হতে দিবে না বলে জানিয়েছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেন, চীনের জনগণকে হেলাফেলা করা উচিত নয়। খবর : রয়টার্স।
শুক্রবার (২৩ অক্টোবর) কোরীয় যুদ্ধে চীনের অংশগ্রহণের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ মন্তাব্য করেন সি চিন পিং।
চীনা প্রেসিডেন্ট বলেন, একতরফাবাদ, একচেটিয়াবাদ ও হুমকি-ধমকি কাজ করবো না, বরং তা শেষ পরিণতির দিকে নিয়ে যাবো।
এ সময় গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে–তুংকে উদ্ধৃত করে সি চিন পিং বলেন, বিশ্বকে জানিয়ে দিলাম চীনের জনগণ এখন সুসংহত। তারা কোনও হেলাফেলার পাত্র নয়।
আনন্দবাজার/এম.কে