ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

ঝালকাঠিতে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। সেই সাথে প্লাবিত হয়েছে জেলার রাজাপুরসহ দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল গুলো। স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি উচ্চতায় বিষখালীসহ ছোটবড় নদ-নদীর পানি প্রবাহিত হচ্ছে। ফলে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শীতকালের আগাম সবজির।

রাজাপুর উপজেলা সদরের পূর্ব চর রাজাপুর এলাকার কৃষক মো. আলমগীর হোসেন বলেন, গেল দুই দিন যাবত মুষল ধারে বৃষ্টি হচ্ছে। কিন্তু গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে আগাম শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সবজি ক্ষেতগুলোতে মূলা, ধনে পাতা, লাল শাক, পালং শাক, ফুল কপিসহ নানা ধরনের আগাম শীতকালীন সবজি কেবল বৃদ্ধি পেতে শুরু করেছিল। আজ সকালে সবজি ক্ষেতে গিয়ে দেখা যায়, ক্ষেতের সকল ফসল মাটির সাথে মিশে গেছে। ফসলের এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজউল্লাহ বাহাদুর জানান, ভারী বৃষ্টিতে আগাম শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। বৃষ্টি আরও দুই-এক দিন অব্যাহত থাকলে ধান ও সবজির আরও ক্ষতি হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন