ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলার সব রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

নিম্নচাপের কারণে সমুদ্র বন্ধরে ৪ নম্বর ও নদী বন্ধরে ২ নম্বর সংকেত জারি করায় বরিশালের পর ভোলার সকল রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিআইডব্লিউটিএ।

শুক্রবার সকাল থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এদিকে ভোলা থেকে কোনো লঞ্চ, বরিশাল, পটুয়াখালী, লক্ষীপুর, আলেকজেন্ডার ও মনপুরার উদ্দেশে ছেড়ে যায়নি। একইসঙ্গে ভোলা থেকে বরিশাল ও লক্ষীপুরের ফেরি ছেড়ে যায়নি। এর ফলে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পূর্ব পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন পড়েছে। ঘাটেই নোঙ্গর করে রাখা হয়েছে নৌ-যানগুলো।

ভোলা বিআইডব্লিউটিএ অতিরিক্ত পরিচালক কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়া ও নৌ-বন্ধরে ৩ নম্বর সংকেত থাকায় ভোলা-লক্ষীপুর এবং ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, ভোলা-লক্ষীপুর, ভোলা-বরিশাল, লালমোহন-কালাইয়া, দৌলতখান-আলেকজেন্ডার ও তজুমদ্দিন মনপুরা রুটে নৌযান যাতায়ত বন্ধ করা হয়েছে। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত ওইসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, সকাল থেকেই ভোলা জেলায় ভারি বর্ষণ হচ্ছে। একই সাথে উত্তাল আছে নদী।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন