থাইল্যান্ডে সরকারবিরোধীদের বিক্ষোভ ঠেকাতে রাজধানী ব্যাংককসহ আশেপাশের কয়েকটি শহরে এক সপ্তাহের বেশি জরুরি অবস্থা জারি করেছিল থাই সরকার। আজ বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা এক আদেশে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার রয়েল গেজেটের একটি ঘোষণায় বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তবে সেটি সমাধান হওয়ায় জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো।
থাইল্যান্ডের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত এই গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের দাবি, থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশটির রাজার ক্ষমতা কমিয়ে আনা।
এ বিক্ষোভ দমন করতে গত ১৫ অক্টোবর জরুরি অবস্থা জারি করে সরকার। এ সময় চারজনের বেশি মানুষের জমায়েত ও কারফিউ আরোপ করা হযেছিল। তবে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে আরও বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিল।
আনন্দবাজার/এম.কে