শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপেও করোনা পজিটিভ রোনালদো

গত ১৩ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর টানা কয়েকদিন আইসোলেশনে থাকার পর ফের করোনা টেস্ট করিয়েছেন রোনালদো। আর সেখানেও পর্তুগিজ মহাতারকার রেজাল্ট পজিটিভ এসেছে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

মার্কা জানিয়েছে, দ্বিতীয় ধাপের কোভিড-১৯ পরীক্ষাতেও রোনালদোর দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। এ কারণে চলতি মাসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না সি আর সেভেন।

এর আগে পর্তুগাল ফুটবল ফেডারেশন (পিএফএফ) রোনালদোর করোনায় সংক্রমণ হওয়ার খবরটি নিশ্চিত করেছিল। যদিও তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। এরপর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  জাল পাসপোর্ট ব্যবহারে আটক রোনালদিনহো

সংবাদটি শেয়ার করুন