ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরের শুরুতেই দু’টি করোনার টিকা মিলবে : ডব্লিউএইচও

আগামী বছরের শুরুতেই কমপক্ষে দু’টি করোনার টিকা মিলবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন।

তিনি বলেন, করোনাকালে যেভাবে বৈজ্ঞানিকরা সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন সেটি ইতিবাচক। হাতে হাত মিলিয়ে বিশ্বজুড়ে কাজ চলায় দ্রুত জ্ঞানলাভ হচ্ছে।

একটি ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক। সৌম্যা বলেন, অভুতপূর্ব গতিতে কাজ হচ্ছে। যেভাবে করোনা পরীক্ষার জন্য অ্যান্টিজেন টেস্ট এসেছে সেটিও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, টিকা নিয়ে কাজ হচ্ছে ও আগামী বছরের শুরুর মধ্যে কমপক্ষে দু’টি নিরাপদ ও কার্যকরী টিকা পাওয়া যাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন