সূচকের পতন হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ আজ বৃহস্পতিবারের (২২ অক্টোবর) লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।
লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের উত্থানের আভাস পাওয়া যায়। মাত্র ২ মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। তবে এর ১০ মিনিট পরেই কমতে শুরু করে সূচক। কমতে কমতে এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে যায়। এর পর লেনদেনের শেষ দিকে কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ায় বড় পতনের হাত থেকে রক্ষা পায় শেয়ারবাজার।
লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স গত দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ গত দিনের তুলনায় ২ পয়েন্ট কমে এক হাজার ৬৯২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।
ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ২৯ কোটি ৩ লাখ টাকা। আগের কার্যদিবসের তুলনায় যা ১৭৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি।
এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৫ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দাম বেড়েছে, ১৩৬টির দাম কমেছে এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস