ইরানে হিজাব না পরে সাইকেল চালানোর কারণে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির প্রশাসনের পক্ষ থেকে এই গ্রেপ্তারির কথা জানানো হয়।
ইরানের নাফাজাবাদের গভর্নর মোজাতাবা রাই জানান, এক তরুণী ইসলাম ধর্মকে অপমান করেছেন। তিনি আইন ভঙ্গ করেছেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই তরুণী হিজাব না পরে মসজিদের সামনে দিয়ে সাইকেলে চালিয়ে যাচ্ছিলেন। এরপরই মোবাইলে তোলা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ ঘটানার পরই কাড়া পদক্ষেপ নেয় ইরানের প্রশাসন। কেন ওই নারীর হিজাব খুলে ঘুরলেন, তা জানতে চেয়ে তদন্তও শুরু হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে ইরানে ইসলামিক রুল চালু হয়। রুল অনুযায়ী, প্রত্যেক নারী হিজাব দিয়ে মাথা ঢাকতে হবে। তবে অনেক সময়ই নারীরা এ নিয়ম মানতে চায় না।
আনন্দবাজার/এম.কে