ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুলান’ ও ‘টেনেট’ দিয়ে চালু হচ্ছে সিনেপ্লেক্স

দীর্ঘ কয়েক মাস অচল অবস্থায় থাকার পর আবার সরব হয়ে উঠছে সিনেমাপ্রেমী দর্শকদের প্রিয় স্টার সিনেপ্লেক্স। মহামারি কভিড-১৯ এর কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর ২৩ অক্টোবর থেকে পুরোদমে চালু হচ্ছে তাদের সবগুলো শাখা।

এ দিন একসঙ্গে হলিউডের দুটি আলোচিত ছবি মুক্তি দিচ্ছে তারা। একটি ডিজনির লাইভ অ্যাকশন ‘মুলান’ অন্যটি ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’।

ছবিগুলোর জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন দর্শকরা। করোনাভাইরাসের কারণে দুটি ছবিরই মুক্তি আটকে যায়। সম্প্রতি মুক্তি পাওয়ার পর দর্শকদের বেশ ভালো সাড়া লক্ষ্য করা যায়। বিশ্বের অনেক দেশেই করোনা পরিস্থিতির মধ্যেও বিপুলসংখ্যক দর্শক সিনেমা হলে ভিড় করে। এবার বাংলাদেশের দর্শকদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।

‘মুলান’ চলচ্চিত্রের গল্পটি মূলত নির্ভীক তরুণীর রোমাঞ্চকর মহাকাব্য নিয়ে নির্মিত। যে কিনা পুরুষের ছদ্মবেশ নিয়ে যুদ্ধে নেমেছিলেন। এটি ডিজনির মূল চলচ্চিত্রটির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। এর মূল গল্প নেয়া হয়েছে কবিতা ‘দ্য ব্যালাড অব মুলান’ থেকে।

অন্যদিকে প্রত্যাশা ছাড়িয়ে সাফল্য পেয়েছে ‘টেনেট’। দর্শক উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ তা অনেকটা ভুল প্রমাণ করেছে। ধারণা করা হয়েছিল প্রথম উইকেন্ডে ছবির আয় ৪ কোটি ডলারের মতো হতে পারে। কিন্তু প্রত্যাশা ছাড়িয়ে আয় করেছে ৫.৩ কোটি ডলার।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন