ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটি’র ৪ প্রকৌশলীকে বদলি

ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশনের চার প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আজ (২১ অক্টোবর) বুধবার সহকারী সচিব মুহাম্মদ সামছুল আলম স্বাক্ষরিত আদেশে বদলীর এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূইয়াকে মাতুয়াইল এক্সটেনশন প্রকল্পের পরিচালক এবং বর্জ্য ডিসপোজালের নির্বাহী প্রকৌশলী করে ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (পুর) আরবান ডিজাইনের উপ-পরিচালক করা হয়েছে।

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে অঞ্চল-২-এর প্রকৌশল বিভাগে এবং প্রধান প্রকৌশল দফতরে (সংযুক্ত) সহকারী প্রকৌশলী আ হ ম আব্দুল্লাহ হারুণকে অঞ্চল-৪-এর প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী (পুর) হিসেবে বদলি করা হয়েছে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন