সর্বসম্মতিক্রমে সরকারকে প্রবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে এক বছর সময় দেয়ার আইন পাস করেছে কুয়েতের পার্লামেন্ট। এতে করে লাখো বিদেশী বাসিন্দাকে কুয়েত ত্যাগ করতে বাধ্য করা হবে। মঙ্গলবার ব্লুমবার্গের প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মধ্যপ্রাচ্যের এই দেশটি অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল। তেল সম্পদে সমৃদ্ধ কুয়েতের বর্তমান জনসংখ্যা ৪ দশমিক ৮ মিলিয়ন। এদের মধ্যে দক্ষ ও অদক্ষ প্রবাসী শ্রমিকের সংখ্যা রয়েছে প্রায় ৩ দশমিক ৪ মিলিয়ন।
তেলনির্ভর অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে কুয়েতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রবাসী শ্রমিকরা। কিন্ত সম্প্রতি মহামারি করোনার কারণে তেলের দাম কমে যাওয়াতে ধস নেমেছে দেশটির অর্থনীতিতে। তাই অর্থনীতিকে সক্রিয় রাখতে এবং প্রবাসীদের সংখ্যার ভারসাম্য আনতেই নতুন এই আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট।
ব্লুমবার্গের প্রতিবেদনে জনানো হয়, নতুন আইন অনুযায়ী দেশটিতে ভারতীয় অভিবাসীর সংখ্যা ১৫ শতাংশের বেশি হতে পারবে না। মিসর, ফিলিপাইন ও শ্রীলংকার অভিবাসীর সংখ্যা থাকবে ১০ শতাংশ। এছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভিয়েতনামের প্রবাসীর সংখ্যাও ৫ শতাংশের ওপরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে কুয়েতের পার্লামেন্ট।
আনন্দবাজার/এম.কে